জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের দুর্গাদহ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে জামালগঞ্জ এলাকায় সন্ত্রাসী হামলা ও ছিনতায়ের শিকার হয়েছে ব্যবসায়ী মোঃ মাসুদ চৌধুরী। এসময় সন্তাসীদের দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে জেলা আধুনিক হাসপাতালে রেফার্ড করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মাসুদ চৌধুরী জানান, বুধবার দিবাগত রাত ৯টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারে অবস্থিত তার নিজ দোকান “চৌধুরী বস্ত্রালয়” হতে বাড়ি ফেরার পথে জামালগঞ্জের কিছু চিন্থিত সস্ত্রাসী মোকারম হোসেন , রুকিন্দীপুরের রকি , তন্ময়, জগদিশপুরের রুবেল সহ আরও কয়েকজন মিলে তার উপর অতর্কিত হামলা করে ৷ এসময় তাকে লোহার রড ও লাঠি দিয়ে মারপিট করে তার কাছে থাকা দোকানের নগদ ক্যাশ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা ৷ পরে স্থানীয়দের সহযোগিতায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার ডানহাতের কনুইয়ের হাড় ভেঙ্গে গিয়েছে ৷
তিনি জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট- ২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, আমি যতদুর শুনেছি এটি ছিনতাইয়ের কোন ঘটনা নয়। জাস্ট মারামারি হয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।