মোছাঃ শারমিন আক্তার আদমদিঘী বগুড়া প্রতিনিধি:
দুপচাঁচিয়া থানার মোঃ ইসরাফিল খান, যিনি মাত্র ৪৫ বছর বয়সেই মৎস্য চাষ করে এখন একজন সফল মৎস্য ব্যবসায়ী। সহজ-সরল, বিনয়ী ও মিষ্টভাষী একজন মানুষ। এক কথায় ভীষণ মিশুক। মৎস্য ব্যবসায় সফল তরুণদের এগিয়ে যাওয়ার তালিকায় মোঃ ইসরাফিল খান একটি তারার নাম।
স্টীল ব্রীজ সংলগ্ন দুর্গাপুর তালোড়ে অবস্থিত তার ৮৫ শতাংশ মৎস্য খামারে রয়েছে বাহারি রকমের মাছ যেগুলোর ওজন অধিকাংশই ১৫-৩০ কেজি ওজনের। উক্ত মৎস্য খামারের পুকুরে বিভিন্ন ধরনের মাছ চাষ করে তিনি প্রতিমাসে প্রায় ৪ লক্ষ টাকা ইনকাম করছেন।
সরজমিনে গিয়ে ওনার সাথে কথা বললে তিনি জানায়, সরকারি সহযোগিতা পেলে তিনি তার মৎস্য খামার আরো বৃহত্তর আকারে মাছ চাষ করতে পারবেন। ফলে বগুড়া জেলার মৎস্য চাহিদা মিটানোর পাশাপাশি তার মৎস্য খামারের মাছ দিয়ে প্রায় সারা দেশের মৎস্য চাহিদা মিটানোর অনেক বড় ভুমিকা পালন করবে বলে তিনি জানান।