মোছাঃ শারমিন আক্তার,আদমদিঘী বগুড়া প্রতিনিধি:বগুড়ার দুপচাঁচিয়ার কোলগ্রাম বাজারে লাইটিং এর ব্যবস্থা না থাকায় আতংকে জীবন কাটাচ্ছে এলাকার জনপদ। এখানকার বাজারে কোন লাইটিং ব্যবস্থা না থাকায় মানুষের যাতায়াত করা খুব কষ্ট জনক হয়ে উঠেছে মাঝে মাঝে অনেক বড় ধরনের বিপদের মুখে পড়তে হচ্ছে সবাইকে লাইটিং না থাকার কারণে।
উক্ত বাজারের মানুষ জানায় বাজারে লাইটিং এর ব্যবস্থা না থাকায় এখানে রাত ৮ টার পর তারা রাস্তায় বের হতে পারে না। রাত ৮ টার পর থেকে দোকান পাট সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কোন লাইটিং না থাকার কারণে। বিশেষ করে রাতে ভ্যান গাড়ি ব্যাটারি সহ দোকানপাটের বিভিন্ন জিনিস পত্র চুরি হয়ে যায় ।
এমনকি রাতের বেলায় বাজারের আশেপাশের বিভিন্ন বাড়িতে চুরি হয় । এবং কোন মা বোন রাতে রাস্তায় একা চলাচল করতে পারে না কোনো লাইটিং এর ব্যবস্থা না থাকায় ।
এলাকার সাধারণ জনপদ আরো জানায় ১৫ বছর ধরে এখানে কোন লাইটিং ব্যবস্থা নেই এতে বৃষ্টির সময় রাস্তা
দিয়ে খুব কষ্টে চলাফেরা করতে হয়।