মোছাঃ শারমিন আক্তার,আদমদিঘী বগুড়া প্রতিনিধি:
নওগাঁ -বগুড়া মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার তেলিগাড়ী নামক স্থানে ০৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬:১০মিনিটের দিকে রড বোঝাইকৃত ট্রাক্টর এর সঙ্গে মোটরসাইকেল মর্মান্তিক দুর্ঘটনায় স্বামী- স্ত্রীর ও সন্ত হয়। আহত তারা হলেন নওগাঁ জেলার মান্দার এনামুল হক (৩৫) এনামুল হকের স্ত্রী সালমা খাতুন (৩০) ও এনামুল হকের সন্তান সোহাগ (৮)। আহত অবস্থায় দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎস আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় ৮ বছরের শিশু সন্তান সোহাগ মারা যান বলে খবর পাওয়া গেছে।