গাবতলী(বগুড়া) প্রতিনিধি: বগুড়া সেচ্ছাসেবী সম্মীলিত জোট এর মানবতার সেবক এ.জে
স্বাধীনের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দক্ষিনপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যান পরিষদের
আয়োজনে গতকাল কাগইল বেলতলা জামিয়া আরাবিয়া মাদরাসায় কোরআন তেলোয়াত,
দোয়া ও এতিমদের ছাত্রদের মাঝে দুপুরের রান্না করা খাবার প্রদান করা হয়। এতে উপস্থিত
ছিলেন আলোর সন্ধানী সমাজ কল্যান পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীম, কাগইল
ইসলামী সমাজ কল্যান পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, সদস্য মাওলানা আনিছুর রহমান,
মাদরাসার সহকারী পরিচালক মুসফিকুর রহিম, মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা ইমরান
হোসেন, সৌরভ রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও মাদরাসার শিক্ষার্থীবৃন্দ।
গাবতলীকে হারিয়ে সোনাতলা
নারী ফুটবল একাডেমি জয়ী
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : হাজারো দর্শকের উপস্থিতিতে বগুড়ার গাবতলীতে অনুষ্ঠিত হলো
গাবতলী নারী ফুটবল একাডেমি বনাম সোনাতলা নারী ফুটবল একাডেমি দলের ফুটবল খেলা।
গতকাল মঙ্গলবার বিকেলে পৌর সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটির আনুষ্ঠানিকভাবে
উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোমিনুল হক শিলু। খেলা পরিচালনায়
ছিলেন মজিবুর রহমান লজিক, পলাশ ও আবু বক্কর। ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন জহুরুল ইসলাম। চরম
উত্তেজনাকরপূর্ণ এই নারী ফুটবল খেলায় প্রথমার্ধে গোলশূন্য হলেও দ্বিতীয়ার্ধে এসে
গাবতলী নারী ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে সোনাতলা নারী ফুটবল একাডেমি দল
বিজয়ীলাভ করে।