গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে হিন্দু
সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে মন্ডপগুলোতে
চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব।
হিন্দু নারীরা প্রতিমায় সিঁদুর
পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ,
ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান চলে মিষ্টিমুখ,ছবি
তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান। দশমীর দিনে সকালে সিঁদুর
উৎসবের মধ্য দিয়ে শুরু হয় এবং সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার
কাটাখালি নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়।