1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৯:২৪ পূর্বাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা শিশু নিহত,আহত১ আটক -৩

  • আপডেট করা হয়েছে : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৩ বার দেখা হয়েছে

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে তাসফিয়া (৮) নামে এক রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এ সময় বিলকিস (১৮)নামের এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।

এঘটনায় রাতে ৮ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে।

আটককৃত রোহিঙ্গারা হলেন, পুলিশ হেডকোয়াটার্স তালিকাভুক্ত সন্ত্রাসী ৫/এ ব্লকের মৃত মোঃহোসনের ছেলে দিল মোহাম্মদ (৩২)৭/জি ব্লকের ছৈয়দ আলমের ছেলে সাইফুল (৩৫)ও ৫/এ ব্লকের মৃত ফয়াজ আহমদ এর ছেলে এরফান (২২)।

মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ-৫২-তে এই ঘটনা ঘটে। তাসফিয়া ওই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইয়াছিনের মেয়ে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।এঘটনায় রাতে ঘটনাস্থলসহ পার্শ্ববর্তী কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সন্ধিগ্ধ স্থানে ব্লক রেইড ও অভিযান পরিচালনা করা হয় ।এ ঘটনার অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ইয়াছিনের বসতঘর ও দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় এলোপাতাড়ি গুলিবর্ষণ চালায় একদল সন্ত্রাসী। এতে ভয়ে রোহিঙ্গারা পালানোর চেষ্টা করে। এ সময় ইয়াছিন পরিবারের সদস্যদের নিয়ে পালানোর চেষ্টাকালে তার মেয়ে তাসফিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হাবিব জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোরে ক্যাম্পের বিভিন্ন স্থানে গুলি ছোড়ে। এতে এক রোহিঙ্গা শিশু নিহত ও আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছে ।এ ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২২ অক্টোবর রাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল উলামা আল-ইসলামিয়া মাদ্রাসায় ছয় জনকে হত্যার ঘটনা ঘটে। তার আগে ৯ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft