শারমিন আক্তার, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় মহা ধুমধামে পালিত হচ্ছে পারিবারিক দুর্গা পূজা উৎস। প্রতি বছরের ন্যায় এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশে দুর্গা পূজা উদযাপন করছেন।
এক পরিবারের তিন ভাইয়ের উদ্যোগে এবারের উৎসব যেন সবার নজর কেড়েছে। আজ সন্ধায় সরেজমিনে যাওয়া হলে দেখা যায় এমন চিত্র।
এসময় তালোড়া পাশি বাড়ি দূর্গা মন্ডপ কমিটির সভাপতি দিলীপ কুমার পাশি এশিয়ান বার্তা কে জানান, আমাদের পারিবারিক উদ্যোগটা এবার ও বিপ্লব ঘটেছে। আশেপাশের এলাকার হাজার হাজার ভক্তরা উপভোগ করছে এবারের উৎসবে।
এসময় সাধারণ সম্পাদক উত্তম কুমার পাশি, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার পাশি জানান, আমাদের এবারের আয়োজন মুখরিত করেছে সাধারণ মানুষের মধ্যে। কোনপ্রকার বিশৃংখলা ছাড়াই শান্তিপুর্নভাবে পালিত হচ্ছে এবারের মা, দুর্গা উৎসব। আগামীকাল বিসর্জন অনুষ্ঠান হবে, আপনারাও আসুন।