প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামী সমাজ ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচীর অংশ হিসেবে ৩ সেপ্টেম্বর হতে ১২ অক্টোবর
২০২২ ইং পর্যন্ত রাজধানী ঢাকার সকল থানা এলাকা সমূহে শান্তিপূর্ণভাবে গণসংযোগ, লিফলেট
বিতরণ এবং সংক্ষিপ্ত পথসভা কর্মসূচী বাস্তবায়নের ধারাবাহিকতায় ০২ অক্টোবর
২০২২ ইং (রবিবার) সকাল ১০:০০ টায় ইসলামী সমাজের হাজারীবাগ অফিস থেকে কাজ শুরু করে
রোডম্যাপ অনুযায়ী গণসংযোগ, লিফলেট বিতরণ এবং সংক্ষিপ্ত পথসভা করতে করতে সকাল
১১:০০ টার সময় হাজারীবাগ বাজার এলাকায় এসে পথসভায় বক্তব্য রাখেন ইসলামী সমাজের
সম্মানিত আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর সাহেব। পথসভা চলাকালীন সময় হাজারীবাগ থানার
ওসি আমীর সাহেবসহ ১২ জন নেতা-কর্মী ভাইদেরকে হাজারীবাগ থানায় নিয়ে যায়। পরবর্তিতে
কিছুক্ষণ পর তাদের খোজ নেওয়ার জন্য ইসলামী সমাজের ২জন সদস্য থানায় গেলে তাদেরকেও
থানায় আটকে রাখা হয়।
ইসলামী সমাজ সকল মানুষের সার্বিক কল্যাণে গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থার
মূলোৎপাটন করে, সমাজ ও রাষ্ট্রে সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া কল্যাণকর ব্যবস্থা ইসলাম
প্রতিষ্ঠার লক্ষ্যে- প্রশাসন এবং দেশবাসী সকলকে অবগত করার মাধ্যমে ৩ সেপ্টেম্বর থেকে
দাওয়াতী কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে, লোকদেরকে
ঈমান ও ইসলামের দাওয়াত প্রদান করে আসছি। আমরা কোন প্রকার জনদূর্ভোগ কিংবা সরকার,
প্রসাসন বা রাষ্ট্র বিরোধী কার্যক্রমের সাথে সম্পৃক্ত নই বা ছিলাম না। সকল মানুষের জান-
মাল ও ইজ্জতের নিরাপত্তাসহ সকল মানবাধিকার এবং সুসাসন ও ন্যায় বিচার নিশ্চিত করার
জন্যই আমাদের শান্তিপূর্ণ দাওয়াতী কার্যক্রম। আমরা স্পস্টভাষায় বলছি- সমাজ ও রাষ্ট্র
পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সৃষ্টিকর্তা আল্লাহই একমাত্র সার্বভৌমত্বের মালিক,
ফলে তিনিই আইন-বিধানদাতা এবং নিরংকুশ শাসনকর্তা, এরই বাস্তবায়নে হজরত মুহাম্মাদ (সা.)
হলেন একমাত্র অনুসরন ও অনুকরণ পাওয়ার অধিকারী নেতা। এ সবই ইসলামের মৌলিক
মহাসত্য বিষয়। আমরা মহাসত্য বিষয়গুলো জাতির মানুষকে জানানোর জন্যই শান্তিপূর্ণভাবে
দাওয়াতী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি। এমন সু-সৃঙ্খল এবং শান্তিপূর্ণ কর্মসূচি থেকে
ইসলামী সমাজের আমীর এবং নেতা-কর্মীদের আটক করার কোনো যুক্তিকতাই নাই। তাই আমরা
প্রশাসনের ভাইদের প্রতি, ইসলামী সমাজের সম্মানিত আমীর সাহেবসহ থানায় আটককৃত ইসলামী