সাইদুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার ঃ শুক্রবার দিন ব্যাপী বগুড়া সেফা স্মার্ট হাসপাতালের ২য় তলায় এশিয়ান বার্তা ২৪ ডট কম এর ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে প্রতিনিধিধি সন্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এশিয়ান বার্তা ২৪। ডট কমের সম্পাদক মাহবুবুল মান্নানের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াদুদের পরিচালনায় আগামী দিনে এশিয়ান বার্তার সফলতা তুলে ধরে প্রতিননিধি গণ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে সম্পাদক মাহবুবুল মান্নান বলেন সাংবাদিকতা পেশাকে আমি ভালবাসি। এ ভালবাসা থেকেই আমার এ জগতে আসা। আমি এশিয়ান বার্তাকে বিশ্বের মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে চাই। এজন্য এশিয়ান বার্তার সাংবাদিকদেরকে কঠোর পরিশ্রম করে আমাকে সহযোগীতা করতে হবে এবং সু পরামর্শ দিতে হবে, তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব হবে ইনশাল্লাহ। বার্তা সমাপাদক আঃ খালেক নান্নু লাইভ প্রোগ্রামের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদেরকে প্রশিক্ষণ প্রদান করেন,
তিনি বলেন, আমরাই পারবো এশিয়ান বার্তাকে আধুনিক সংবাদ মাধ্যমে বুপান্তরিত করে সংবাদ প্রচার করতে। স্টাফ রিপোর্টার সাইদুর রহমান সাজু বলেন আমরা পরিশ্রম করলে ভাল ফলাফল অবশ্যই হবে। প্রতিযোগীতার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং গুরুত্ব পূর্ন সংবাদ সবার আগে প্রকাশ করতে হবে। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিগণ প্রশিক্ষনে অ্যংশ গ্রহণ করে বক্তব্য রাখে।