1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:০৬ পূর্বাহ্ন

বগুড়ার দুপচাঁচিয়া কালীবাড়ি মন্দিরে মেয়র এর আর্থিক সহায়তা

  • আপডেট করা হয়েছে : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২১ বার দেখা হয়েছে

মুসাব্বর হাসান মুসা দুপচাঁচিয়া বগুড়া থেকেঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মহাশ্মশান কালীবাড়ি মন্দিরে মেয়র জাহাঙ্গীর আলমের আর্থিক সহায়তায় বস্ত্র ও মন্দির কর্তৃপক্ষের নিকট চেক হস্তান্তর করা হয়।

মন্দির কর্তৃপক্ষের কাছে চেক হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা কালিবাড়ি মহাশ্মশান মন্দির কমিটির সভাপতি বাবু দ্বিজেন্দ্র নাথ বসাক মন্টুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমন জিহাদী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদুর রহমান বিপ্লব। দুপচাঁর্চিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার। চামরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু নয়ন চন্দ্র দাস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক।২ নং ওয়ার্ড কাউন্সিলর আকরাম হোসেন। ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস আলী মহলদার মানিক। ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম কায়কোবাদ। ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুজ্জামান সাগর।৮ নং ওয়ার্ড কাউন্সিলর রেজানুর তালুকদার রাজিবসহ প্রমুখ। এ সময় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস আলী সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নিপা বেগম। জাহানারা বেগম। শিল্পী আক্তার সহ পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

মেয়র জাহাঙ্গীর আলম দুপচাঁচিয়া পৌরসভার অধীনে সব কয়টি পূজা মন্ডপের সভাপতি নিকট ২৬ হাজার টাকার চেক প্রদান করেন।

সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ সার্বজনীন শারদীয় দুর্গা উৎসব ২০২২ উপলক্ষে সনাতন ধর্মাম্বলম্বীদের মাঝে পৌরসভার অর্থায়নে শাড়ী লুঙ্গি ও ধুতি বিতরণ করেছেন।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft