গাবতলী (বগুড়া) প্রতিনিধি : এক অনারম্বর পরিবেশের মধ্যদিয়ে গতকাল সোমবার বিকেলে
বগুড়ার গাবতলী পাইলট হাইস্কুল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ
করে গাবতলী প্রেসক্লাব বনাম উপজেলা অফিসার্স ক্লাব ও কর্মচারী কল্যান পরিষদ। খেলা
পরিচালনায় ছিলেন মজিবুর রহমান লজিক। বৃষ্টির পানি জমানো মাঠে চরম উত্তেজনাকর এই
খেলায় প্রথমার্ধে কোনপক্ষেই গোল না হলেও দ্বিতীয়ার্ধে এসে উপজেলা অফিসার্স ক্লাব
দুই শূন্য গোলে জয়ী হয়।
গাবতলীর তরফসরতাজ মাদরাসায়
অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া গাবতলীর তরফসরতাজ সিনিয়র ফাজিল (¯œাতক) মাদরাসার
ম্যানেজিং কমিটি গঠনকল্পে অভিভাবক ও দাতা সদস্য পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ
সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ
অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার জাকির হোসেন। অভিভাবক সদস্য পদে নির্বাচিতরা হলেন, তরিকুল ইসলাম (২৮০ভোট),
আব্দুল ওয়াদুদ সরকার (২৭২ ভোট) ও বেলাল হোসেন (২১৬ ভোট)। দাতা সদস্য পদে নির্বাচিত
হয়েছেন, আলহাজ্ব মোন্তেজার রহমান (৩৯ভোট)। এরআগে গত ২২সেপ্টেম্বর গোপন ব্যালটের
মাধ্যমে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম,
প্রভাষক নজরুল ইসলাম ও সহকারী মৌলভী আইনুল হক।