1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:১৭ পূর্বাহ্ন

রাজশাহীতে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দুর্গোৎসব শুরু, নগরীজুড়ে সাজ সাজ রব

  • আপডেট করা হয়েছে : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২০ বার দেখা হয়েছে

রাজশাহীতে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে
দুর্গোৎসব শুরু, নগরীজুড়ে সাজ সাজ রব
মঈন উদ্দীন: শনিবার (১ অক্টোবর) ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিন ব্যাপি এই উৎসব। এর আগে শুক্রবার সন্ধ্যায় দেবীর বোধন সম্পন্ন হয়েছে। দুর্দোৎসবকে সামনে রেখে সাজ সাজ রব রাজশাহী নগরীজুড়ে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
রাজশাহীতে এবার ৪৫০ টি মন্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এরমধ্যে নগরীতে ৭৫ টি। নগরীর ৭৫ টি মন্ডপের মধ্যে অতিগুরুত্বপূর্ণ ২৮ টি, গুরুত্বপূর্ণ ৩৬ টি এবং সাধারণ মন্ডপ রয়েছে ৩১ টা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, রাজশাহী মহানগরী সম্প্রীতির শহর, শান্তির শহর। এখানে পূর্বে কোন দিন সম্প্রীতি বিনষ্ট হয়নি, আগামীতেও হবে না। আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্দ্য ও শান্তিপূর্ন পরিবেশে উদযাপন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করাসহ নগরীর আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকে পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা সংস্থা ও গোয়েন্দা সংস্থা কাজ করছে বলে জানান তিনি।
রাজশাহী মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ জানান, নগরীজুড়ে এখন সাজ সাজ রব বিরাজ করছে। সবাই উৎসবের আমেজে মজেছে। রাজশাহীজুড়ে অন্যান্যবারের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যা নিয়ে হিন্দু ধর্মবলম্বীরা খুশি।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft