আবুল হোসেন সবুজ মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি
ভারতের আগরতলায় দূর্গা পূজা দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মাধবপুরের মোহন বনিক (৩১) ও সুমন গোস্বামী (২৮) নামে দুই যুবক। নিহত মোহন বনিক মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ডে মৃত গৌর বনিকের ছেলে ও সুমন গোসামী আদাঐর গ্রামের স্বপন গোস্বামী ছেলে সুমন গোস্বামী।
পারিবারিক সুত্রে জানা যায়, ১লা অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজা উদযাপন শুরু হয়েছে পূজা দেখতে মাধবপুর পৌর শহরের ২নং ওয়ার্ডের মোহন বনিক এবং উপজেলার আদাঐর ইউনিয়নের সুমন গোস্বামী দুই জন একসঙ্গে আজ (২ অক্টোবর) সকাল আনুমানিক ৬ ঘটিকায় মাধবপুর থেকে সিএনজি যোগে ভারতের আগরতলার উদ্দেশ্যে বাংলাদেশের আখাউড়ার চেকপোস্ট যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়ককের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার শশই নামক স্থানে ট্রাক মাইক্রোবাস ও সিএনজি ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় ওই দুই যুবক ।
বিষয়টি মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাকিম সত্যতা নিশ্চিত করেন।