সিরাজগঞ্জ প্রতিনিধি :
সকল প্রকার দ্রব্যের দাম কমানোর দাবীতে সিরাজগঞ্জের সলঙ্গায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু)’র উদ্যোগে মশাল মিছিল ও এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ মাগরিব সলঙ্গা থানা জাসদ(ইনু)’র সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান মাহফুজ এর নেতৃত্বে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সলঙ্গা থানা জাসদের অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে সলঙ্গা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়। এসময় সলঙ্গা থানা জাসদ(ইনু)’র সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান মাহফুজ এর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সলঙ্গা থানা জাসদ(ইনু)’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও জাসদ নেতা আব্দুস সোবহান সরকার প্রমুখ।