মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি।
হীন ব্যক্তি স্বার্থ ভুলে এবং আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজবাড়ীর ২টি আসনেই বিএনপিকে বিজয় করার লক্ষ্যে উপজেলা নেতা কর্মীদের প্রতি ঐক্যের আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সেক্রটারী চেয়ারম্যান খন্দকার মশিউল আজম চুন্নু ও জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব মন্ডল।
শনিবার বিকেল উপজেলা বিএনপির সাবেক সম্প্দক ও বালিয়াকান্দি সদর ইউপির সাবেক চেয়ারম্যান এর বাসভবনে আয়োজিত ওই সাংবাদিক সম্মলেন আরো উপস্তিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপি নেতা ও নবাব
পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু ও উপজেলা বিএনপির নেতা মীর মনিরুজ্জামান বাবুসহ বালিয়াকান্দি উপজেণার অধিকাংশ নেতা কর্মীগন।
বক্তারা অভিযোগ করে বলেন গত ২বছর আগে বালিয়াকান্দির ত্যাগি নেতা কর্শীদের বাদ দিয়ে আওয়ামী এজেন্টদের দিয়ে উপজেলায় একটি আহবায়ক কমিটি করা হলেও তারা এ পযর্ন্ত কোন ইউনিয়নে কোন কমিটি বা আহব্য়ক কিমিটির কোন মিটিং করতে পারে নাই।
এ ক্ষেত্রে কেন্দ্রীয় সাংগঠনিক টিমও বালিয়াকান্দিতে আন্দোলন সংগ্রাম এর কোন প্রগ্রাম করতে পারে নাই। কারন তারাও এ উপজেলায় একপেশে কমিটি ও রাজনীতি করছে।
ত্যাগী নেতা কর্মীদের ওই সংবাদ সম্মেলন থেকে বালিয়াকান্দিতে আহবায়ক কমিটি বা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনে কেন্দ্রীয় মহাসচিবের সুদৃষ্টি কামনা করচ্ছেন।
উল্লেখ্য,গত ১৬সেপ্টেম্বর উপজেলা সম্মেলন করতে গিয়ে কর্মী সংকটে তা ব্যর্থ হয়েছে।