মোসাব্বর হাসান মুসা বগুড়া দুপচাঁচিয়া থেকে;
বগুড়া জেলার দুপচাঁচিয়া মহাশ্মশান কালিবাড়ীতে দৃর্গাপূজা উপলক্ষে বস্ত্রবিতরন করেন বগুড়া জেলা পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম বার।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বেলাল হোসেনের সার্বিক সহায়তায় শাড়ি লঙ্গি বিতরন করেছেন।
উক্ত বস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা মহাশ্মশান কালীবাড়ি মন্দিরের সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুর সভাপতি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম বার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব আব্দুর রশিদ অপরাধ এন্ড অ্যাপস।
দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র জনাব বেলাল হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাসেদ। দুপচাঁচিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক
সাধারণ সম্পাদক আমিন মহালদার।
তালোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম। বাংলাদেশ প্রেসক্লাবের দুপচাঁচিয়া উপজেলা শাখার আহ্বায়ক মোসাব্বর হাসান মুসাসহ প্রমুখ।
দুপচাঁচিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু অসীম কুমার দাসের পরিচালনায় এবং মোঃ বেলাল হোসেনের পৃষ্ঠপোষকতায় প্রায় ৪ শতাধিক হতদরিদ্র সনাতন ধর্মের নারী পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি ও ধুতি বিতরণ করা হয়।