গাইবান্ধা প্রতিনিধি:
পহেলা অক্টোবর চ্যানেল আইয়ের ২৪ বছর পদার্পণ ও শুভ জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার ‘গাইবান্ধা আমার চ্যানেল আই’ দর্শক ফোরামের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা ও কেক কাটা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান।
গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সহ-সভাপতি দীপক কুমার পাল, সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুন, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম সরকার, সদস্য আফরোজা লুনা, জিটিভি গাইবান্ধা প্রতিনিধি গোপাল মোহন্ত, দৈনিক বগুড়ার গোবিন্দগঞ্জ প্রতিনিধি জাহিদুর রহমান টুকু, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যাপক ফিরোজ খানুন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম, অ্যাড. স্বাধীন, ব্যবসায়ি বিপ্লব, পলাশবাড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাংবাদিক আজহারুল ইসলাম ও পরিবেশ কর্মী আহমেদ উল্যাহ প্রমুখ। অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা আমার চ্যানেল আই ফোরাম জেলা সভাপতি এম.এ সালাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আই জেলা প্রতিনিধি ফারুক হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস.এম কবির রাসেল। পরে অতিথিদ্বয় জন্মদিনের কেক কাটেন।
শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।