নাটোর সিংড়া
প্রতিনিধি
হাসিবুর রহমান;
নাটোরের সিংড়ায় নিমাকদমা এলাকায় টেম্পু উল্টে চালক নিহত হয়েছে নিহত ব্যক্তি রাহুল গ্রুপে চাকরি করে এবং মালামাল বিভিন্ন স্থানে দেয়, সে উপজেলার ইটালি ইউনিয়নের পাকুরিয়া গ্রামের হাসমত আলীর পুত্র মাসুদ রানা ( ১৮ )
জানা যায়, (৩১ আগস্ট) বুধবার সকাল ১০টার দিকে নিমাকদমা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে গেলে, সে গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।