1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৭:৪৬ পূর্বাহ্ন

তাড়াশে আদালতের ১৪৪ ধারাকে অমান্য করে জমির ধান কাটলেন বিবাদী

  • আপডেট করা হয়েছে : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩১ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম (আসিফ)
তাড়াশ, সিরাজগঞ্জ প্রতিনিধি;
সিরাজগঞ্জের তাড়াশে ১নং তালম ইউনিয়নের কুন্দাশুন গ্রামের আদালতের ১৪৪ ধারাকে অমান্য করে জোর করে জমির ধান কাটেন বিবাদী, থানায় অভিযোগ সুত্রে জানাযায়।

গত ০৪/০৮/২০২২ইং তারিখে মোকাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালত সিরাজগঞ্জে ১৪৪ ধারা মামলা করেন কুন্দাশুন গ্রামের মোঃ হবিবর রহমানের স্ত্রী মোছাঃ ফরিদা খাতুন। মামলা নং এম আর কেস নং ৪১১ (অতিঃ)২০২২ ও স্বারক নং ১৩৯৩। বিজ্ঞ আদালত থেকে ১৪৪ ধারা জারি করে একটি নোটিশ দেওয়া হয় উক্ত নোটিশ কে তোয়াক্ক না করে, মামলা শেষ না হতেই বিজ্ঞ আদালতের ১৪৪ ধারা কে অমান্য করে গত কাল বুধবার জোর করে জমির ধান কেটে নেয় বিবাদী ১নং আসামি বগুড়া জেলার, শেরপুর থানা, বিশালপুর ইউপির উদগ্রামের মৃত খাদেম আলীর ছেলে, তোজাম্মেল হক (৪৫)। ২নং মোঃ শহিদুল (৪৬) ৩নং ছোহরাব (৫০) উভয় পিতা: মৃত আঃ আজিজ, ৪ নং মোঃ তাইজুল (২১) পিতা : মোঃ কামাল, ৫ নং মোঃ রতন আলী (৫০) পিতা: মৃত ছবদের আলী, ৬নং মোঃ তরিকুল ইসলাম (৩৫) পিতা: মোঃ আব্দুল হানিফ সর্ব সাং তাড়াশ থানা তালম ইউনিয়ন রোকনপুর গ্রামে। বাদি মোছাঃ ফরিদা খাতুন জানান, আমি আদালতে আমার পৈর্তীক সম্পত্তী যার জে, এল নং: ০৬. সি, এস খং নং : ৪৬ এস, এ খং নং: ৪৪ সাবেক দাগ নং ০৪ হাল দাগ নং ২৫০ পরিমান : ১১২ শতক, উদ্ধারের জন্য সিরাজগঞ্জ আদালতে একটি ১৪৪ধারা মামলা করি বিজ্ঞ আদালত সেখানে ১৪৪ ধারা জারি করে কিন্তু তারা তা না মেনে আমাদের জমির ধান কেটে নিয়ে যায়। আমি বাধা দিলে আমাকে গালিগালাজ করে।

এ বিষয়ে তাড়াশ থানার এ এস আই ফারুক বলেন, আমি আদালতের নোটিশ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছিলাম উভয় পক্ষকে নিশেদ করে দিয়েছি এবং তাদের বিজ্ঞ আদালতের পরবর্তী ধার্য তারিখ ০৬/০৯/২০২২ইং পর্যন্ত কেউ এই জমিতে যানো না আসে।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft