বগুড়া প্রতিনিধিঃ
স্কুল ছাত্রী ধর্ষনের আলামত নষ্টের অভিযোগ সহ নানা বিতর্কের পর ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালাকে পাবনা জেলায় বদলী করা হয়েছে। রোববার রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয়ের এক অফিস আদেশে তাকে বদলী করা হয়। রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন এই অফিস আদেশে স্বাক্ষর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ) আব্দুর রশিদ।
তিনি বলেন, এটি রম্নটিন বদলী। কোন কর্মকর্তা দুই বছরের বেশী একই কর্মস্থলে থাকার নিয়ম নেই। সম্প্রতি ওসি কৃপা সিন্ধু বালার বিরম্নদ্ধে একটি ধর্ষণ মামলার আসামীর ব্যবহৃত মোবাইল সেট উদ্ধারের পর ওই মোবাইল ফোনের ভিডিও মুছে ফেলার অভিযোগ ওঠে। তাছাড়া কিছুদিন আগে তার কার্যালয়ে উপজেলার বেড়েরবাড়ী গ্রামের হত্যা, মাদকসহ বিভিন্ন মামলার আসামী চিহ্নিত অপরাধী হিটলু হত্যা মামলার পরিকল্পনা করার অভিযোগ ওঠে। পৃথক মামলা দুটির বাদীরা স্বরাষ্ট্র মন্ত্রী সহ জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন। অভিযোগ দুটি তদন্ত্ম চলছে। এমন অবস্থায় রোববার তার বদলীর আদেশ দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি।
\হউলেস্নখ্য, ২০২০ সালের মার্চে ধুনট থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব নেন কৃপা সিন্ধু বালা। এরপর তিনি বেশকিছু মানবিক কাজের জন্য প্রশংসিত হলেও সম্প্রতি তিনি নানা কাজের জণ্য বিতর্কিত হয়ে পড়েন।