ডেস্ক রিপোর্ট;
শুক্রবার বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বলেন, আমি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আমি জানি না আমাকে বহিঙ্কার করা হয়েছে। আমরা শেখ হাসিনার কর্মী। কর্মী হিসেবে কাজ করবো।
এদিকে সম্রাটের আসার খবর পেয়ে দুপুর থেকেই ধানমন্ডির ৩২ নম্বরে জড়ো হতে থাকেন যুবলীগের নেতাকর্মীরা। এসময় যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
এর আগে জামিনে কারামুক্ত হয়ে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ছাড়েন সম্রাট।
বিএসএমএমইউ কার্ডিওলজিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. মো. রসুল আমিন শিপন বলেন, বৃহস্পতিবার সম্রাটতে আমরা হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছি। তবে, তিনি শুক্রবার হাসপাতাল ছেড়েছেন। তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। তিনি যেহেতু জামিনে মুক্তি পেয়েছেন, এখন নিজেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসা কোথায় চিকিৎসা চালিয়ে যাবেন। সেটা তো আমরা নির্ধারণ করে দিতে পারি না।
তিনি আরও বলেন, সর্বশেষ আমরা তাকে পরামর্শ দিয়েছি যেন চিকিৎসাটা চালিয়ে যান। কারণ আমরা যতটুকু বুঝতে পেরেছি, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এখন সেই চিকিৎসাটা তিনি কোথায় নেবেন, সেটা পুরোটাই তার ব্যক্তিগত বিষয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় ২২ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত সম্রাটের জামিন মঞ্জুর করেন।