হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও)
প্রতিনিধিঃ হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে। দুষ্টের দমন শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। এ উপলক্ষ্যে প্রতিবছর শ্রীকৃষ্ণের জন্মতিথিতে পালন করা হয় হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ আগস্ট) সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পূজা উদযাপন কমিটির আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে পূজা উদযাপন কমিটির সভাপতি ছবিকান্ত দেবের সভাপতিত্বে কলেজ পাড়া মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সভাপতি ছবিকান্ত দেব।
সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা আ.লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা,সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইসচেয়ারম্যান সোহেল রানা,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম।
আরও বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান শরৎচন্দ্র রায়, কৃষকলীগ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক, সাবেক ইউপি চেয়ারম্যান অমল কুমার রায়, ডাঃ কমলাকান্ত বর্মন প্রমুখ।
এছাড়াও হিন্দু ধর্মীয় নেতা তমুল্য রায়, অনিল চন্দ্র রায়, দ্বিজেন্দ্রনাথ রায়, সনাতনী ভক্তবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন,পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন বসাক৷