আমিনুল ইসলাম হিরো, স্টাফ রিপোর্টারঃ
আইন শৃংখলা রক্ষায় অনন্য অবদান রাখায় দশ গ্রাম পুলিশকে ক্রেস্ট ও সনদ প্রদান করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন। প্রথমবারের মতো নিজ নিজ ইউনিয়নে সঠিক সময়ে সঠিক তথ্য সরবরাহ, জন্ম মৃত্যুর সঠিক তালিকা তৈরিতে ভূমিকা রাখাসহ শৃংখলা রক্ষার স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন সোনামুখী ইউনিয়নের মহল্লাদার প্রদীপ কুমার, বোরহান উদ্দিন, চালিতাডাঙ্গা ইউনিয়নের দফাদার শহিদুল ইসলাম,গান্ধাইল ইউনিয়নের মহল্লাদার আব্দুল খালেক, রুবেল মিয়া, শুভগাছা ইউনিয়নের দফাদার জামিল হোসেন, নাটুয়ারপাড়া ইউনিয়নের দফাদার রতন কুমার রবিদাস, তেকানি ইউনিয়নের মহল্লাদার নজরুল ইসলাম, নিশ্চিন্তপুর ইউনিয়নের মহল্লাদার আব্দুল মজিদ ও মনসুরনগর ইউনিয়নের মহল্লাদার এনামুল হক।
মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে এই র্পুস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল ও দফাদার রতন কুমার। এসময় ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী বলেন, প্রথমবারের মতো উপজেলার একশ কুড়িজন গ্রামপুলিশের মধ্য থেকে দশ জনকে একটি করে ক্রেস্ট ও একটি সনদপত্র প্রদান করা হলো। আশা করি এতে এই বাহিনীর মাঝে উৎসাহ বাড়বে।
উপজেলা চেয়ারম্যান বলেন, ইউএনও গ্রামপুলিশদের যেভাবে গড়ে তুলেছেন, প্রশিক্ষণ দিয়েছেন তাতে করে তারা এখন অনেক বেশি স্মার্ট এবং কর্মঠ। আগামীতেও আমরা এই র্পুস্কার প্রদান অব্যাহত রাখবো ইনশাল্লাহ।