সিংড়া নাটোর প্রতিনিধি;
নাটোরের সিংড়ায় চলনবিলে চলছে আমন ধানের চারা রোপনের মহাউৎসব। তবে প্রতিবার উৎস মুখর পরিবেশ হলেও এবার তারা অনাবৃষ্টি ও ডিজেলের দাম বৃদ্ধিতে
হতাশার মধ্যে দিয়ে চারা রোপন করছেন কৃষকরা।
কৃষিবিদরা বলেন, অসময়ে বৃষ্টি হওয়া ও হঠাৎ ডিজেল, সার ও শ্রমিক খরচ বেশি হওয়ার ফলে তাদের এবছর দ্বিগুন খরচ গুনতে হচ্ছে ।
কৃষিকরা বলেন, প্রতিবার আমরা ৭০০-৮০০ টাকায় ধান লাগালেও সকল দ্রব্যের দাম কম ছিল, আর এখন ১০৫০-১১০০ টাকা লাগানোর পরেও আমাদের লাভ হচ্ছে না কারণ সকল দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ।
উপজেলা কৃষি অফিস সুত্র জানায়, এ বছর দেরিতে হলেও চলনবিলের কৃষকরা আমন ধানের চারা রোপন শুরু করেছে। অনাবৃষ্টির কারনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা পুরন না হওয়ার আশংকা রয়েছে। গত বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছিলো।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা বলেন,
এ বছর ২৩১৯০ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ১৩ হাজার হেক্টর জমি রোপণ কাজ সম্পুর্ন হয়েছে। আশা করি লক্ষ্যমাত্রা পুরন হবে।