গোপালগঞ্জ প্রতিনিধি ।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৭টি উন্নয়ন প্রকল্প পরিদর্শণ করেছেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।
শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত পাটগাতী লঞ্চঘাট ঘাটলা, টুঙ্গিপাড়া স্টিমার ঘাট ঘাটলা, নব নির্মিত দুই লেন লেবুতলা সেতু, ইউনি ব্লক সড়ক, অডিটোরিয়াম, গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় তিনি এসব কাজের উন্নয়ন অগ্রগতির খোঁজ খবর নেন। এ সময় এলজিইডির ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মন্মথ রঞ্জন হালদার, গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ এলজিইডি’র পদস্থ প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।