1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন

সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৫ বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট:
আজ ১৩ আগষ্ট ২০২২ইং,প্রগতিশীল কৃষক সংগ্রাম পরিষদের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রগতিশীল কৃষক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ চাষী সমিতির আহবায়ক কমরেড সুলতান আহমদ বিশ্বাসের সভাপতিত্বে,বাংলাদেশ কৃষক সভার সভাপতি এএএম ফয়েজ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রগতিশীল কৃষক সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, বাংলাদেশ কিষাণী সভার নেত্রী আশা মণি,রেহেনা বেগম, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দলের নেতা বাবুল বিশ্বাস, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমিন, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ ইউরিয়া সার ও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি সরকারের একটি আত্মঘাতী সিদ্ধান্ত আখ্যায়িত করে বলেন, কৃষকদের সংকটের মধ্যে ফেলে দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। করোনাকালে কৃষক অভুতপূর্ব উৎপাদন করে দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। অথচ ইউরিয়া সারের কেজিপ্রতি ৬ টাকা বৃদ্ধি করে কৃষকের মাথার উপর খড়গ স্থাপন করা হয়েছে। সারের অপ্রয়োজনীয় ব্যবহার রোধের খোঁড়া যুক্তিতে সারের মূল্য বৃদ্ধি সরকারের অপরিপক্ক সিদ্ধান্ত বলে নেতৃবৃন্দ অবিহিত করেন।
অপরদিকে গত ৫ই আগষ্ট ২০২২ গভীর রাতে জনগণকে অন্ধকারে রেখে ডিজেলসহ জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে কৃষকদের নাজুক অবস্থা হতে আরো নাজুক অবস্থায় ঠেলে দিয়েছে। কৃষিতে সেচের উদ্দেশ্যে ব্যাপকভাবে ডিজেলের ব্যবহার হয়। তাই ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে সেচের খরচ বেড়ে যাবে। ফলে কৃষি উৎপাদন খরচও বেড়ে যাবে। জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি আরও আশংকাজনক উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, এর নেতিবাচক প্রভাব ব্যাপকভাবে পরিবহন খাতে পড়বে।

ফলে পরিবহন খরচ বেড়ে গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য আকাশচুম্বী হচ্ছে। গরীব, নিম্ন আয়ের মানুষ, মধ্যবৃত্ত শ্রেণীর মানুষ, শ্রমিক-কৃ্ষকের জীবন নির্বাহ দুর্বিসহ হয়ে পড়েছে।
বক্তারা সার ও তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত হতে সরে আসার জন্য সরকারের প্রতি আহবান জানান।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft