সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জিহাদ নামের ৮ বছরের একশিশু মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেছে।
বুধবার বিকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাট নামক পুকুর থেকে জিহাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মৃত জিহাদ উপজেলার হাসানপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে ও স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনির শিক্ষার্থী।
পারিবারিকসুত্রে জানা যায়, ঘটনারদিন জিহাদ পরিবারের সকলের অগোচরে ওই পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
কিছুক্ষন পর আশেপাশের লোকজন পুকুরের পানিতে তার ভাসমান লাশ দেখতে পায়।