মারুফ সরকার, ঢাকা: মহররম ঈমানী শোক ও ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয়। মহররম প্রাণপ্রিয় আহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাহাদাতের ঈমানী শোক ও মহান শাহাদাতে কারবালার লক্ষ্য বাস্তবায়নে ঈমানী শপথের মাস, আনন্দ উদযাপনের নয়। ইসলাম সূর্য্য, চন্দ্র বা মাস বর্ষ ভিত্তিক নয়; সত্য ভিত্তিক তথা তাওহীদ রেসালাতের ভিত্তিতে ঈমান, শরীয়ত ও খেলাফতে ইনসানিয়াত ভিত্তিক। মিথ্যা-অবিচার-স্বৈরতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন, বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে মিজান ময়দান থেকে বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় অনুষ্ঠিত র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা খাজা রাশেদ, ফেনী জেলার উপদেষ্টা আল্লামা নুরুল হক ভূঞা, সহসভাপতি আল্লামা গোলাম সরওয়ার, জেলার সাধারণ সম্পাদক আল্লামা হাসান আবরার, সহসম্পাদক মেজবাউর রহমান কাঞ্চন, মাওলানা মাঈন উদ্দিন ফয়সাল, মাওলানা ফখরুল ইসলাম, তাহেরুল ইসলাম, আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিন সোহাগ প্রমুখ।
নেতৃবৃন্দ দশ-ই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ঈমানী অস্তিত্বের স্মারক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত উল্লেখ করে বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহুর অতুলনীয় মহান শাহাদাতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম। নেতৃবৃন্দ বলেন, প্রাণপ্রিয় আহলে রাসুল ঈমান দ্বীনের প্রাণ ও হকের মানদন্ড, তাঁদের ভালোবাসা ও সম্পর্ক ই আল্লাহতাআলা।