গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ আগষ্ট শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী, ৮ আগষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী এবং ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন,
গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সুধীজন ও সাংবাদিক বৃন্দ।