সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামে গত ২৭ জুলাই বিকালে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বকশিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহম্মেদ বি.এস.সি ও তার নাতী ৭ বছরের শিশু মোস্তাকিম গ্যাসের আগুনে অগ্নিদগ্ধ হয়ে শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। আহত দাদা ও নাতি কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করায় তার স্বজনরা।
সেখানে ৭ দিন চিকিৎসা চলাকালিন শারীরিক অবস্হার অবনতি হলে ২ আগস্ট/২২ মঙ্গলবার সকালে দাদা নাতীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্হানান্তর করা হয়। দাদা ও নাতি কে ঢাকায় নেয়ার জন্য রওনা দেন আহতদের স্বজনরা। পথিমধ্যে সিরাজগঞ্জে মারা যায় নাতি মোস্তাকিম।
এদিকে নাতী মোস্তাকিমের লাশ রেখে দাদা আহম্মেদ বি.এস.সি কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।