নাটোর সিংড়া থেকে হাবিবুর রহমান:
সিরাজগঞ্জের তাড়াশ-নিমগাছী সড়কের উপজেলার ধাপের ব্রীজ এলাকায় মালবাহী ট্রাক ও বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত শেরপুর পৌরসভার অসীম চন্দ্রর ছেলে অকীল চন্দ্র (৩৬)।
আহত হয়েছেন আরও ২ জন। তারা হলেন, তাড়াশ পৌরসভার রেকাবের ছেলে আফাল উদ্দিন (৪০), তাড়াশ উপজেলার খুটিগাছা গ্রামের দুলালের ছেলে কৃষ্ণ (৩০)। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় তাড়াশ হাসপাতালে ভর্তি করেন।
আজ রবিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, তাড়াশ থেকে ভুইয়াগাতীগামী ধাপের ব্রীজ এলাকায় একটি মালবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে অপর দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ১জন নিহত হন এবং আহত হন ২ জন।
আহত দুজনকে স্থানীয় হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানান।