শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুরঃ দিনাজপুরে গত বুধবার
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো ১৩তম জাতীয় প্রকৃতি
সন্মেলন। সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজ চত্বর এ উপলক্ষে পরিনত হয় শিক্ষক-
শিক্ষার্থী ও গুণিজনদের মিলন মেলায়। জলবায়ু পরিবর্তন
মোকাবেলা,জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় এ সন্মেলনে জনসচেতনতা এবং
সমন্বিত ও অংশিদারিত্ব মূলক কার্যক্রমে অংশ গ্রহণের তাগিদ দেয় বক্তারা।
সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থী ও গুণিজনদেও পদচারণায় মূখরিত হয়ে ওঠে
দিনাজপুর সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজ চত্বর। ১৩তম জাতীয় প্রকৃতি
উৎসব-২০২২’কে ঘিরেই সুত্রপাত এ মিলন মেলার। প্রকৃতি বিষয়ক
চিত্রাংকন প্রতিযোগিতা,দেয়াল পত্রিকা,ইকো প্রজেক্ট ও মাল্টিমিডিয়া
প্রদর্শন,শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক সেমিনার,গাছের
চারা বিতরণ এবং পুরস্কার বিতরণসহ দিনব্যাপী ছিলো নানা আয়োজনের।
এতে বেশ সন্তোষ্ট দূর-দূরাত্ব থেকে সমবেত শিক্ষক শিক্ষার্থীরা।
সহযোগি আয়োজক পরিবেশ অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের
সহায়তায় নটর ডেম নেচার স্টাডি ক্লাব আয়োজিত এ উৎসবে
দিনাজপুর,ঠাকুরগাঁও.পঞ্চগড়,রংপুর,নীলফামারী ও লালমনিরহাটসহ ৫টি জেলার
১৮টি স্কুলের ৪’শ শিক্ষার্থী এবং দেড়’শ শিক্ষক অংশ নেয়। এ উৎসব অব্যাহত
রাখার আশা ব্যক্ত করেন, সন্মেলনের প্রধান সমন্বয়ক শিক্ষাবিদ বিপ্লব কুমার
দেব,পরিবেশ অধিদপ্তরের রংপুর জোনের সহকারি পরিচালক বিজন কুমার রায় ও
ঢাকা নটর ডেম কলেজের অধ্যক্ষ ড.ফাদার হেমন্ত পিউস রোজারিও-সিএসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাগেরহাট-৩০ সংরক্ষিত মহিলা আসনের
সংসদ সদস্য এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার।
বিশেষ অতিথি ছিলেন,দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.জয়নুল আবেদিন, ধর্ম প্রদেশের বিশপ সেবাস্থিয়ান টুডু,পরিবেশ অধিদপ্তরের
সহকারি পরিচালক বিজয় কুমার রায়,জয়পুর হাট গার্লস ক্যাডেচ কলেজের
অধ্যক্ষ মো.রফিকুল ইসলাম ও দিনাজপুর সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজল কস্তা।
প্রকৃতি সন্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলা,জীববৈচিত্র ও পরিবেশ
রক্ষায় তিনি জনসচেতনতার পাশাপাশি সামাজিক ও বেসরকারি
সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান বক্তারা।
উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই