গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলঅ বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এ কাজের উদ্বোধন করেন। বিদ্যালয় গুলি হলো তালুককানু পুর ইউনিয়নের দেবপুর সরকারি প্রাথমিক, ফুলবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুন্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাকাই উনিয়নের কুমারগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় সরকার প্রকৌশল আধিদপ্তর এই বিদ্যালয় ভবন গুলির নির্মাণ কাজ সম্পন্ন করবে।
এ উপলক্ষে দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট খাদেমুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা আফিসার রমজান আলী, জাতীয় সংসদ সদস্যের রাজনৈতিক সমন্বয়ক আব্দুল্যা আল হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলতা মাসুল শিল্পী, মহিলা আওয়ামীলীগ নেত্রী রওনক জাহান, সাবেক শিক্ষক আশরাফুল ইসলাম, এমপি’র এপিএস খায়রুল ইসলাম প্রমূখ।