স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১টায় শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী, স্থানীয় সরকার উপ- পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মোবারক হোসেন, এনএসআই উপ-পরিচালক মো: শওকত ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজেষ্টেট লুৎফন নাহার, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনপ্রশাসন পদক ২০২২ সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। এই পদক লাভ করেন সিরাজগঞ্জের কৃতি সন্তান পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও অন্যন্য মাঠ পযার্য়ের কর্মকর্তাগণ পদক লাভ করেন।