জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযানে আজ (২৩ জুলাই) র্যাবের হাতে আটক দুই মাদক ব্যবসায়ী।
র্যাব-১২ সিপিসি-১ কোম্পানি কুষ্টিয়ার একটি দল শহরের চৌড়হাস জিকে ক্যানেল পাড়ায় অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম গাঁজা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ফরিদা খাতুন ওরফে বুড়ি(৫৩) ও জগতি মন্ডলপাড়া গ্রামের রাসেল বিশ্বাস (১৬) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফরিদা খাতুন ওরফে বুড়ির নামে কুষ্টিয়া মডেল থানায় একাধিক মাদক মামলা আছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে।
আটককৃত আসামী আসামীদের মাদক আইনে মামলা দায়ের করে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করে র্যাব। এ বিষয়ে র্যাব জানান, মাদকের বিরুদ্ধে অভিযান একটি চলমান প্রক্রিয়া। এ অভিযান নিয়মিত চলবে বলে জানান।