আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরের সদর ইউনিয়নের কাছারিপাড়া বেড়িবাঁধ সংলগ্ন আব্দুর রব এর বাড়ি থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে তার বাড়ির ভাড়াটিয়া মোসাম্মৎ শিউলি আক্তার (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত গৃহবধূ পার্শ্ববর্তী উপজেলা পত্নীতলার খিরসীন গ্রামের আল আমিনের স্ত্রী।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী স্বপরিবারে কিছুদিন যাবত ওই বাসায় ভাড়া থাকছিলেন। আজ বৃহস্পতিবার বিকেলে রুমের ভেতরে তাদের বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়ে পাশের বাসার লোকজন সেখানে উপস্থিত হয়ে তাদের ডাকতে থাকে এবং দরজায় ধাক্কাধাক্কি করে। তার একপর্যায়ে তারা দরজায় তালা ঝুলতে দেখে সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছে। এঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ।