মঈন উদ্দিনঃ মশা নিয়ন্ত্রণ ও মশাবাহিত রোগ নির্মূলে প্রস্তাবিত প্রকল্প নিয়ে কোরিয়ার Incheon National University এর রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মতিপত্র স্বাক্ষরিত হয়েছে। বুধবার বিকেলে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে এই সম্মতিপত্র সই হয়।
সম্মতিপত্রে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরিফ উদ্দিন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন। Incheon National University পক্ষে রিসার্চ প্রফেসর Tong-Soo Kim, রিসার্চ প্রফেসর Sung-Jong Hong। চুক্তি অনুযায়ী রাজশাহী মহানগরীর মশা নিয়ন্ত্রণ ও মশাবাহিত রোগ নির্মূলে প্রথমে কয়েকটি ওয়ার্ডে দুই বছর মেয়াদী পাইলট প্রকল্প এবং পরবর্তীতে ৫ বছর মেয়াদী একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এদিকে বুধবার দুপুরে নগর ভবনে মশা নিয়ন্ত্রণ ও মশাবাহিত রোগ নির্মূলে প্রস্তাবিত প্রকল্প নিয়ে কোরিয়ার Incheon National University এর প্রতিনিধি দলের সাথে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভা অনুষ্ঠিত হয়।
সভায় Incheon National University এর রিসার্চ প্রফেসর Tong-Soo Kim, wimvP© cÖ‡dmi Sung-Jong Hong, Geomexsoft. Ltd. এর Land information system Specialist Kyoung Yeul Lee, ইনফিনিটি টেকনোলজি চেয়ারম্যান এএসএম জামাল উদ্দিন, পরিচালক ও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও রাসিকর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।