গাইবান্ধা প্রতিনিধি
নেসকো লি. গাইবান্ধা জেলার লোডশেডিং এর ব্লক তালিকা প্রকাশ করলেও তা না মানায় অতিষ্ঠ জেলাবাসী। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. তাদের নিজস্ব ওয়েব সাইডে সম্ভাব্য লোডশেডিং শিডিউল প্রকাশ করেছে। যা তারা নিজেরাই কন্ট্রোল করতে পারছে না।
তাদের প্রকাশিত শিডিউলে দেখা যায় পলাশবাড়ী ১৩২/৩৩ সাবস্টেশন হতে ৩৩/১১ কেভি গোবিন্দগঞ্জকে দুটি ফিডারে বিভক্ত করা হয়েছে। এর একটি বাজার এবং অন্যটি কোমরপুর। যেখানে বাজার ফিডারে ১১ কেভি লাইনে ২.৫০ লোডে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে। অপরদিকে কোমরপুর ১১কেভি লাইনে ৫.০০ লোডে রাত ৭টা থেকে ৮টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
প্রকৃতপক্ষে উভয় ফিডারে নেসকো তাদের প্রকাশিত সময়ের অতিরিক্ত ৬ থেকে ৮ বার লোড শেডিং চলমান রেখেছে। উপজেলাবাসী তাদের খামখেয়ালিপনা থেকে রেহাই চায়।
অপরদিকে পলাশবাড়ীতে ৩৩/১১ কেভি লাইনের একমাত্র ফিডার বিএটিসি ফিডারে ১.৭৩ লোডে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার লোডশেডিং দৃশ্যমান। বাস্তবে এখানেও কয়েক ঘণ্টা লোড শেডিংয়ের কষ্টে ভূগছে নাগরিকরা।
অনুরূপভাবে গাইবান্ধা সদরের মাস্টারপাড়া গাইবান্ধা-১ সাবস্টেশন থেকে পুলিশ লাইনে ১.০০ কেভি লোডে দুপুর ২-৩টা; পশ্চিমে ১.৫০ কেভি লোডে সকাল ১১-১২টা; পুরাতন বাজার ৩.১০ কেভি লোডে সন্ধ্যা ৬-৭টা; ব্রীজরোডে ২.১০ কেভি লোডে বিকাল ৫-৬টা; বাদিয়াখালী ১.৪০ কেভি লোডে দুপুর ১২-১টা; বালাসী ২.১০ কেভি লোডে বেলা ৩-৪টা; লক্ষ্মীপুর ২.৬০ কেভি লোডে রাত ৮-৯টা পর্যন্ত।
ধনগড়া গাইবান্ধা-২-৩৩/১১ কেভি লাইনে বালুয়া ১.৭০ কেভি লোডে রাত ৭-৮টা; বিসিক ০.৫০ কেভি লোডে বিকাল ৪-৫টা; নারায়ণপুর ০.৭৭ কেভি লোডে সন্ধ্যা ৬-৭টা; তুলশিঘাট ০.৭৫ কেভি লোডে দুপুর ১-২টা এবং এসকেএস ১.০০ কেভি লোডে বেলা ১১-১২টা পর্যন্ত লোডশেডিং থাকবে।