প্রেস বিজ্ঞপ্তি:
ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ এম. এ. ভাসানীর সভাপতিত্বে ন্যাপ ভাসানী ও বেঙ্গল কৃষক সমিতির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে “রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের চলমান সংলাপ ও গণমুখী নির্বাচনের প্রত্যাশা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গদ্বীপ এম. এ. ভাসানী প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপের উদ্যোগ নিয়েছেন তাকে স্বাগত জানান এবং এর পূর্ণ সফলতা কামনা করেন। মতবিনিময় সভায় জাতীয় নেতৃবৃন্দ চলমান সংলাপকে অর্থবহ করতে নিম্নলিখিত ৪ দফা প্রস্তাবনা তুলে ধরেন—
১) নির্বাচনকালীন সর্বদলীয় জাতীয় সরকার গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ মহামান্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরা দরকার।
২) ইভিএম মেশিনের ত্রুটি সমূহ দূর করা গেলে এ মেশিন নির্বাচনে চালু করা যেতে পারে।
৩) ২০০৭ সালের আগের নীতিমালা জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে চালু করা হোক।
৪) রাজনৈতিক দলের নিবন্ধন বাস্তব সম্মত ও সহজ করা প্রয়োজন।
বেঙ্গল কৃষক সমিতির আহ্বায়ক মোহাম্মদ মাসুমের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান দেশ, ভাড়াটিয়া কল্যাণ সমিতির নেতা সিরাজ মাস্টার, তিসরী ইনসাফ পার্টির আহ্বায়ক মিনহাজ প্রমুখ।