ডেস্ক রিপোর্টঃ
অবশেষে গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে বের
হতে পেরেছেন। তিনি একটি সামরিক জেটে উড়াল দিয়ে বাংলাদেশ সময় ভোর চারটায় তিনি মালদ্বীপের রাজধানী মালেতে অবতরণ করেন। বিবিসি
গত শনিবার প্রেসিডেন্ট প্রাসাদ ঘিরে জনতা বিক্ষোভ শুরুর পর থেকেই গোটাবায়া আত্মগোপনে ছিলেন। দেশের বাইরে যাওয়ার পথে মঙ্গলবার বিমানবন্দরে আটকা পড়েছিলেন।
ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে কয়েকদিন অজ্ঞাত স্থানে থাকার পর গোপনে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে যেতে স্ত্রীসহ কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের অসহযোগিতার কারণে শেষ পর্যন্ত আটকে গেলেন তিনি।
এর আগে গোতাবায়ার ছোট ভাই ও দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপক্ষ গোপনে দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন। কিন্তু দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীদের বাধার কারণে তাঁর সেই চেষ্টা ভণ্ডুল হয়েছে।
আরব আমিরাতে যাওয়ার উদ্দেশে নিকটস্থ সামরিক ঘাঁটি থেকে মঙ্গলবার দুপুরের দিকে স্ত্রীকে নিয়ে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন গোতাবায়া রাজাপাকসে এরপর আমিরাতগামী একটি ফ্লাইটের ভিআইপি স্যুট বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন তিনি।
বিমানবন্দরের কর্মকর্তারা তাকে উড়োজাহাজের ভিআইপি স্যুট দিতে অপারগতা প্রকাশ করেন। সাধারণ মানুষের লাইনে দাঁড়িয়ে বিমানে ওঠার বিকল্প অবশ্য তার সামনে ছিল, কিন্তু দেশের জনগণ তার ওপর অতিমাত্রায় ক্ষুব্ধ থাকায় সেই লাইনে দাঁড়ানোর সাহস করেননি তিনি।
সোমবার রাতে বিমানবন্দরের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটিতে ছিলেন গোতাবায়া। তবে মঙ্গলবার বিমানবন্দর ত্যাগের পর তিনি কোথায় আছেন, সে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আজ বুধবার তার ক্ষমতা ছাড়ার কথা। তার আগেই সম্ভাব্য গ্রেফতার এড়াতে তিনি দেশ ছাড়লেন।