বগুড়া প্রতিনিধিঃ
প্রচন্ড রৌদ্রতাপে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। গত কয়েকদিন ধরে বগুড়া জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। জেলায় এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া জানান, গত কয়েকদিন ধরে বগুড়ায় তাপপ্রবাহ চলছে। বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আগামী ১৫ জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।