শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে: প্রাইভেট কাকরের ১৪০ স্প্রীড রাইটে দিনাজপুরে অকালে ঝরে গেলো তিন তরুনের প্রাণ। মুমূর্ষু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরো দু’জন।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাত সোয়া ১২ টায় দিনাজপুর-দশমাইল মহা সড়কের ৭ মাইল মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের সামনে।
নিহতরা হলেন,বর্ণ বসাক (১৮), ইমন (২২) ও শাহরিয়ার শাওন (২২)।
নিহত বর্ণ বসাক দিনাজপুর শহরের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বালু মহাল ইজারাদার সুইহারী আশ্রম পাড়া এলাকার কপিল বসাকের ছেলে। নিহত ইমন শহরের মুন্সিপাড়া এবং শাওনের বাড়ি কসবা এলাকায়।
এদের মধ্যে ইমন রাজধানী ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের এবং শাওন সৈয়দপুর ক্যান্টন্মেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।
৫ তরুন ১৪০ কিলো স্প্রীডে প্রাইভেট কার রাইট করার সময় বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এতে ঘটনাস্থলে বর্ণ বসাক,হাসপাতালে নেয়ার পথে ইমন এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যায়।
আহত দু’জন মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) আসাদুজ্জামান হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করে জানান,নিহতের লাশ ময়না তদন্তের জন্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
অভিভাবকদের ভুলের কারণে অকালে ৩ তরুনকে প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করছে অনেকেই। যাদের ড্রাইভিং লাইসেন্স নেই,তাদের কাছে কার দেয়া যুক্তিসংগত নয় বলেও দাবি সচেতন মহলের। এ ঘটনায় শোকাহত দিনাজপুরবাসী।