গোলাপগঞ্জ প্রতিনিধি: ঈদের দিন ভোর রাতে গোলাপগঞ্জ উপজেলা ঢাকাদক্ষিণ বাজার চৌমুহনীর ‘মা রেস্টুরেন্ট’ অগ্নিকান্ডে পুড়ে ছাঁই হয়ে গেছে। গত রোববার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ বাজার চৌমুহনীর ‘মা রেস্টুরেন্ট’ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
জানা যায়,প্রতিদিনের ন্যায় ঈদের আগের দিন শনিবার রাতে রেস্টুরেন্ট বন্ধ করে যান স্বত্বাধিকারী শাহিন আহমদ। রোববার ভোর রাতে হঠাৎ অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে স্থানীয়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
এ ঘটনায় দোকানের ফ্যান, ফ্রিজ, চেয়ার-টেবিল সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।