গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে মটরসাইকেলের ধাক্কায় লামিশা আক্তার (১০) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত স্কুল শিক্ষার্থী লামিশা আক্তার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামের আহমদের মেয়ে ও রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। গতকাল সোমবার (১১জুলাই) উপজেলার সদর ইউনিয়নের গীর্দ স্টিলের পুলের উপরে এ ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল ৪টার দিকে গোলাপগঞ্জেন সদর ইউনিয়নের গীর্দ গ্রামের রাস্তার স্টিলের পুলের উপরে একটি মোটরসাইকেল লামিশা আক্তারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
স্কুল শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী।