শহিদুল ইসলাম শাহিন সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদৃল্লাপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে রুহুল আমিন উজ্জ্বল নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার(৪জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের ছোট দাউদপুর গ্রামে এঘটনাটি ঘটে।
নিহত রুহুল আমিন উজ্জ্বল ওই গ্রামের কাসেম আলীর ছেলে। তিনি সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে এবারে এইচ এসসি পরীক্ষায় অংশ নিতেন।
স্থানীয়সুত্রে জানা যায়,ঘটনার দিন দুপুরে নিহত রুহুল আমিন উজ্জ্বল (২২) কে তার পাশের বাড়ি এক ব্যক্তি বিদ্যুৎতের কাজ করার জন্য ডেকে নিয়ে যায়। সেখানে কাজ করার সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হন। স্হানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল বলেন ঘটনাটি লোক মুখে শুনেছি।
এদিকে রুহুল আমিন উজ্জ্বলের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।